ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আলোচিত রমনা হা-ম-লা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের দশ বছরের জেল

২০২৫ মে ১৩ ১৫:৪১:৩৮
আলোচিত রমনা হা-ম-লা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের দশ বছরের জেল

ডুয়া ডেস্ক: বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার বাকি ৯ আসামির শাস্তি কমিয়ে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায়ের মাধ্যমে ৯ আসামির পূর্বের দণ্ড কমিয়ে ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনকালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে ৯ জন এবং পরে হাসপাতালে আরও একজন নিহত হন।

ঘটনার দিনই নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালত হত্যা মামলার রায় দেন। এরপর মামলাটি ডেথ রেফারেন্স, জেল আপিল ও ফৌজদারি আপিল হিসেবে হাইকোর্টে আসে শুনানির জন্য।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে