ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র আবাসিক হলে না রাখার পক্ষে ছাত্রনেতারা

২০২৫ মে ১৩ ১৭:০০:২০
ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র আবাসিক হলে না রাখার পক্ষে ছাত্রনেতারা

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্র আবাসিক হলের ভেতরে রাখার রেওয়াজ রয়েছে। তবে এবার তা হলে না রেখে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপনের পক্ষে দাবি জানিয়েছে ছাত্রনেতারা।

আজ মঙ্গলবার (১৩ মে) উপাচার্যের কার্যালয়-সংলগ্ন আব্দুল মতিজ ভার্চ্যুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়। এরমাধ্যমে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা শেষ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

হলের ভাইরে ভোটকেন্দ্র স্থাপন না করা ছাড়াও ডাকসু নির্বাচনে অংশগ্রহণে বয়সের সীমাবদ্ধতা না রাখা, সভাপতি নির্বাচন সহ বিভিন্ন দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

সভায়, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন। ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, এনসিপির সংগঠনসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, সভায় অন্তত সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে সব ছাত্র সংগঠন মতামত দিয়েছে, হল কম্পাউন্ডের বাইরে ভোটকেন্দ্র রাখা; ২০১৮-১৯ সেশনকে বিশেষ সুবিধা দেওয়ার চিন্তা করা (তাদের রেজাল্ট পাবলিশ হলেও যেন নির্বাচনে অশংগ্রহণ করতে পারেন); Secretary of Indigenous পদটি রাখা; সভাপতি পদ ছাত্র নির্বাচিত হতে হবে।

পাশাপাশি ছাত্রদলের দাবি ছিল, বয়েসের সীমাবদ্ধতা থাকা যাবে না। এ ছাড়া অর্থ সম্পাদকের পোস্ট থাকা ও ডাকসু নিয়মিত হওয়ার কংক্রিট নিয়ম করার দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে