ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

কমেছে বিমানের তেলের দাম

২০২৫ মে ১৩ ১৬:১৫:২২
কমেছে বিমানের তেলের দাম

ডুয়া ডেস্ক: দেশীয় বাজারে বিমান চলাচলে ব্যবহৃত এভিয়েশন ফুয়েল বা জেট এ-১ এর মূল্য হ্রাস করা হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে বাংলাদেশি ক্রেতাদের জন্য প্রতি লিটারের দাম ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দেশি ও বিদেশি ক্রেতাদের কাছ থেকে প্রতি লিটার ০.৭৫০০ ডলার থেকে কমিয়ে ০.৬০৬৬ ডলার নির্ধারিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ মে) নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর মজুতকরণ ও বিপণন খরচ প্রতি লিটার ৪.০৪ টাকা এবং জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) বিপণনের জন্য পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিপণন চার্জ প্রতি লিটার ০.৮৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। কমিশন জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকসহ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকমুক্ত মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকমুক্ত (ডিউটি ফ্রি) এবং অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকসহ জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) এর মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২০ জানুয়ারি মূল্যহার নির্ধারণের প্রস্তাব জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) গত ১৮ ফেব্রুয়ারি জেট এ-১ ফুয়েল বিপণনের বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করে।

এই প্রস্তাবের ভিত্তিতে গত ২৩ মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এরপর ৬ এপ্রিল পর্যন্ত লিখিত মতামত জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। সবশেষে প্রাপ্ত মতামত ও প্রস্তাব পর্যালোচনা করে বিইআরসি জেট এ-১ এর মূল্য নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে