ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বড় পতনের দিনে দুই প্রতিষ্ঠানের রেকর্ড লেনদেন

২০২৫ মে ১৩ ১৯:৪৮:২১
বড় পতনের দিনে দুই প্রতিষ্ঠানের রেকর্ড লেনদেন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আজ (১৩ মে) বড় ধরনের পতন হয়েছে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৭ পয়েন্ট কমেছে। এদিন বাজারে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৪টির দর বেড়েছে, ৩০৯টির দর কমেছে এবং দর পরিবর্তন হয়নি ৩৫টির।

তবে এই নিম্নমুখী বাজারেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে দুটি প্রতিষ্ঠানের— ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড।

প্রতিষ্ঠান দুটির ইউনিট আজকের লেনদেনে নতুন মাইলফলক ছুঁয়েছে। একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি ছিল গত দুই বছরের সর্বোচ্চ লেনদেন, অন্যটির ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ।

ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড: দুই বছরের রেকর্ড

ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড আজ ২ কোটি ৪০ লাখের বেশি ইউনিট লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ৯ লাখ টাকার বেশি। ফান্ডটির আজকে লেনদেন গত দুই বছরে ফান্ডটির সর্বোচ্চ লেনদেন। ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকার ১০টি প্রতিষ্ঠানের মধ্যে এটি ছিল ৬ষ্ট অবস্থানে।

এদিন ডিএসইতে ফান্ডটির দর বেড়েছে ৩০ পয়সা বা ৮.১০ শতাংশ। যার মাধ্যমে ফান্ডটি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে।

এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড: তৃতীয় সর্বোচ্চ লেনদেন

এদিন এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড এর লেনদেনও উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। ডিএসইতে ফান্ডটির আজকের লেনদেন গত দুই বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এদিন ফান্ডটির লেনদেন হয়েছে ১ কোটি ৪৯ লাখের বেশি ইউনিট। যার বাজার মূল্য ছিল ৭ কোটি ৮৩ লাখ টাকার বেশি। এর মাধ্যমে ফান্ডটি ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় ৭ম স্থানে অবস্থান করছে। তবে আজ ফান্ডটির দর কমেছে।

বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তৎপরতা অথবা নির্দিষ্ট কৌশলগত বিনিয়োগের কারণে এমন লেনদেন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত এ ধরনের ফান্ডে এমন উচ্চ লেনদেন দেখা যায় না। বিনিয়োগকারীদের আগ্রহ বা বড় কোনো প্রাতিষ্ঠানিক ক্রয় বিক্রয়ের ইঙ্গিত থাকতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে