ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জুমার পর জবি শিক্ষার্থীদের গণঅনশন কর্মসূচি

২০২৫ মে ১৬ ০৯:৩৪:৫২
জুমার পর জবি শিক্ষার্থীদের গণঅনশন কর্মসূচি

ডুয়া ডেস্ক: বাজেট বৃদ্ধিসহ চার দফা দাবিতে চলমান অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন শেষে সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় গণঅনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) জুমার নামাজের পর কাকরাইল মসজিদ মোড়ে এই গণঅনশনে বসবেন তারা। এতে সাবেক শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ মে) দিনভর ‘কমপ্লিট শাটডাউন’-এর পর মধ্যরাতের দিকে নতুন কর্মসূচির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন।

কাকরাইল মোড়ে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জবি পরিবার ঐক্যমতে পৌঁছেছে—আমাদের দাবি আদায় না হলে মৃত্যু পর্যন্ত আন্দোলন চলবে। দ্বিতীয় দিন পার হলেও কোনো দাবি মানা হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। আজ শিক্ষক-শিক্ষার্থীরা রাত কাটাবেন এই অবস্থানস্থলে। আগামীকাল আমাদের সাথে যুক্ত হবেন সাবেক শিক্ষার্থীরাও। জুমার নামাজের পরপরই আমরা গণঅনশন শুরু করব।”

এর আগে পুরান ঢাকার ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা। পথে কয়েক দফা পুলিশি বাধা অতিক্রম করে তারা কাকরাইল মোড়ে পৌঁছায়। সেখানে আবারও পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা বিকাল থেকে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এদিকে প্রথমে তিন দফা দাবিতে শুরু হওয়া এই আন্দোলন পরে চার দফায় রূপ নেয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করার সময় তাদের ওপর পুলিশের হামলা হয়। এ ঘটনার তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিও তারা যুক্ত করেছেন আন্দোলনের নতুন দাবি হিসেবে।

চার দফা দাবিগুলো হল-১। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে; ২। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; ৩। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; ৪। শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে