ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

২০২৫ মে ১৬ ১০:২৩:৫১
ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ডুয়া ডেস্ক: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (১৬ মে)। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২৯ মে এবং তার পরের দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে। প্রতিদিন ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলবে।

গত ১৪ মে বিকেলে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি বলেন, যাত্রীরা বাসের টিকিট অনলাইনে এবং সরাসরি কাউন্টার থেকে উভয় পদ্ধতিতে কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি জানান, বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সব পরিবহন মালিককে সতর্ক করা হয়েছে।

গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের অসন্তোষ থাকায় এবার এ বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে। রাকেশ জানান, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকেরা নিজেদের সেবার মান অনুযায়ী ভাড়া ঠিক করে থাকেন। তবে এবারের ঈদে এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে