ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

একযোগে পদোন্নতি, তদন্ত আতঙ্কে ৪ ব্যাংকের ৭ হাজার কর্মকর্তা

২০২৫ মে ১৬ ১০:০৬:২৯
একযোগে পদোন্নতি, তদন্ত আতঙ্কে ৪ ব্যাংকের ৭ হাজার কর্মকর্তা

ডুয়া ডেস্ক: বিগত সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ৭ হাজার ২১৫ কর্মকর্তাকে সুপার নিউমারারি পদোন্নতি দেওয়া হয়েছে। সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক কর্তৃপক্ষ একসঙ্গে এই পদোন্নতি দেয়।

তবে এত সংখ্যক কর্মকর্তার একযোগে পদোন্নতি নিয়ে প্রশ্ন উঠেছে, যার পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তে নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।

এ তদন্তের কারণে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নতুন পাওয়া পদমর্যাদা ও সুযোগ-সুবিধা হারানোর শঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা গেছে, পদোন্নতির পর অনেক কর্মকর্তাকে ইতোমধ্যে নতুন পদে পদায়ন করা হয়েছে এবং সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে। যেমন—সোনালী ব্যাংকে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে অন্তত ২০০ জন কর্মকর্তাকে গাড়ির সুবিধা দেওয়া হয়েছে। বাকি তিনটি ব্যাংক—অগ্রণী, জনতা ও রূপালী—তাদের কর্মকর্তাদের জন্য একই সুবিধা প্রদানে প্রস্তুতি নিচ্ছে। তবে এফআইডির তদন্তে অনিয়ম প্রমাণ হলে এসব সুবিধা বাতিল হওয়ার সম্ভাবনায় ব্যাংকারদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

পদোন্নতি পাওয়া কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগ সরকারের সময় তাদের নানা অজুহাতে পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হয়েছিল। সম্প্রতি গণ-অভ্যুত্থানের পর প্রশাসন ও পুলিশ বিভাগে যেভাবে পদোন্নতি দেওয়া হয়েছে, তেমনি ধারাবাহিকতায় তাদেরও এই সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি তাদের। এছাড়া, স্বাস্থ্য খাতেও অতিরিক্ত পদ সৃষ্টি করে সুপার নিউমারারি পদোন্নতির ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে