ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

পিএসএলে দল পেলেন সাকিব

২০২৫ মে ১৪ ২১:১৪:১৪
পিএসএলে দল পেলেন সাকিব

ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার জেরে স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে দুই দেশের মধ্যে সংঘাত প্রশমিত হওয়ায় ফের শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটির বাকি অংশ। তবে নিরাপত্তা শঙ্কার কারণে অনেক বিদেশি খেলোয়াড় এবার আর ফিরছেন না পিএসএলে। তাই ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে দল গোছাতে ব্যস্ত। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এবারের আসরের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পিএসএলের দশম আসরের প্লেয়ার ড্রাফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব। তবে আসরের মাঝপথে এই টাইগার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনও সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পিএসএলের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে টুর্নামেন্টে অভিষেক হয় তার। এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও মাঠে নামেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এখন পর্যন্ত পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ব্যাট হাতে ১৮১ রান করেছেন ১৬.৩৬ গড় ও ১০৭.১৪ স্ট্রাইক রেটে। আর বল হাতে নিয়েছেন ৮ উইকেট, ইকোনোমি রেট ৭.৩৯।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে