ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আকবরের সেঞ্চুরি ঠেকাতে পারলো না বাংলাদেশের পরাজয়

২০২৫ মে ১৪ ১৮:৪৭:৩২
আকবরের সেঞ্চুরি ঠেকাতে পারলো না বাংলাদেশের পরাজয়

ডুয়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। অধিনায়ক আকবর আলির দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের পথেই ছিল লাল-সবুজের দল। কিন্তু তার বিদায়ের পর ব্যাটিংয়ে ধস নামে, একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত প্রোটিয়াদের বড় সংগ্রহ টপকাতে ব্যর্থ হয় তারা।

বুধবার (১৪ মে) রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৩২২ রানে থামে বাংলাদেশ।

বড় লক্ষ্য তাড়ায় আগের ম্যাচের নায়ক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন মাত্র ১০ রানে আউট হয়ে যান। তবে আরেক ওপেনার জিশান আলম ৩৪ বলে ৫০ রানের ইনিংস উপহার দেন। এরপর আরিফুল ইসলামকে নিয়ে ১১১ রানের দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক আকবর আলি। কিন্তু আরিফুল ৩৫ রানে ফিরলে।

পঞ্চম উইকেটে আরেকটি ৯৬ রানের জুটি উপহার দেন আকবর ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। এই জুটি ভাঙে দলের ২৯১ রানে আকবরের বিদায়ে। ১৪ চার ও ২ ছ্ক্কায় ১১০ বলে ১৩১ রানে ঝকমকে ইনিংস খেলে থামেন আকবর। তখন বাংলাদেশের প্রয়োজন ৩০ বলে ৩২ রান, হাতে ছিল ৫ উইকেট। সহজ এ সমীকরণটিই কঠিন হয়ে যায় উইকেট পতনে।

৩৭ রান করা রিজওয়ানের বিদায় দিয়ে শুরু। এরপর মুড়ি মুড়কির মতো উইকেট হারিয়ে একে একে সাজঘরে ফেরেন মাহফুজুর রহমান রাব্বী, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা। প্রোটিয়াদের হয়ে একাই পাঁচ উইকেট পান আন্ডিল সিমেলানে। ৩ উইকেট পান হ্যান্ডসাম মোকোয়েনা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে