ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা, টি-য়া-র-শে-ল

২০২৫ মে ১৪ ১৫:০০:২৯
‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা, টি-য়া-র-শে-ল

ডুয়া ডেস্ক: ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতার দাবিসহ তিন দফা দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনকালে পুলিশের বাধার মুখে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে কাকরাইল এলাকায় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ সদস্য আহত হন।

বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা। পুলিশের বাধা পেয়ে তারা রাস্তায় বসে পড়ে প্রতিবাদ করতে থাকেন। এ সময় ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’— এমন নানা স্লোগানে মুখরিত হয় কাকরাইল এলাকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান, সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে অন্তত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষার্থীরা কাকরাইল এলাকায় অবস্থান নিয়ে জানান, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিন দফা দাবি:

১. ২০২৫-২৬ অর্থবছর থেকে জবি’র ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা না থাকলে আবাসন বৃত্তি চালু করতে হবে।

২. ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো ধরনের কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে।

৩. জবি’র দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে