ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

৬ কোটিতে আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ

২০২৫ মে ১৪ ১৬:৫৭:৪১
৬ কোটিতে আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ

ডুয়া ডেস্ক: আইপিএলের চলতি আসরের মেগা নিলামে নাম থাকলেও অবিক্রিত ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে আসরের মাঝপথে এবার দলে জায়গা করে নিয়েছেন তিনি। ৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

এই চুক্তি অবশ্য শুধুমাত্র চলতি আসরের বাকি অংশের জন্যই। সাময়িক বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছে দিল্লি, যার অর্থ—পরবর্তী আসরে তাকে ধরে রাখার সুযোগ থাকছে না ফ্র্যাঞ্চাইজিটির।

মুস্তাফিজকে দলে নেওয়ার পেছনে কারণ—অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের অনুপস্থিতি। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আইপিএলের বাকি অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাকগার্ক, আর তারই বদলি হিসেবে দলে এসেছেন ফিজ।

এর আগে সাতটি আইপিএল মৌসুমে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন, যেখানে ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট।

মুস্তাফিজের আইপিএল যাত্রা শুরু হয় ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেই আসরেই দারুণ পারফর্ম করে ১৭ উইকেট নেওয়ার পাশাপাশি পেয়েছিলেন ‘টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়’ পুরস্কার—যা এখনও পর্যন্ত আইপিএলে একমাত্র বিদেশি ক্রিকেটারের এই স্বীকৃতি।

উল্লেখ্য, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে এক সপ্তাহের বেশি স্থগিত ছিল আইপিএল। তবে সবকিছু স্বাভাবিক হওয়ায় আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে আসরের বাকি খেলা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে