ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কর্নেল সোফিয়া জ’ঙ্গিদের বোন: বিজেপি নেতা

২০২৫ মে ১৪ ১৯:৩৪:৫৭
কর্নেল সোফিয়া জ’ঙ্গিদের বোন: বিজেপি নেতা

ডুয়া ডেস্ক: কর্নেল সোফিয়া কুরেশি ভারতের অপারেশন সিন্দুরের অন্যতম মুখ ছিলেন। তাকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতা এবং উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ। কর্নেল সোফিয়ার ধর্ম নিয়ে কটাক্ষ করে তাকে “জঙ্গিদের বোন” বলে মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্য ঘিরে ভারতজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির বিরোধী দল এবং সাবেক সেনা কর্মকর্তারাও এর তীব্র সমালোচনা করেন।

বুধবার (১৪ মে) সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ইন্দোরে গত সোমবার (১২ মে) এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ বিতর্কিত মন্তব্য করেন বিজয় শাহ।

কংগ্রেস এ-সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে। তাতে বিজয় শাহ বলছেন, সিঁদুর মুছে আমাদের বোন-মেয়েদের অসম্মান করেছে জঙ্গিরা। আমরা পালটা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি।

তিনি আরও বলেন, পেহেলগামে জঙ্গিরা ধর্ম জানতে জামাকাপড় খুলিয়ে পরীক্ষা করেছে। তারপর গুলি করে মেরেছে। মোদি নিজে তো সেকাজ করতে পারবেন না। তাই জঙ্গিদের সম্প্রদায়েরই বোনকে পাঠিয়েছেন শাস্তি দেওয়ার জন্য।

বিজেপি নেতার এই বক্তব্য ঘিরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তৃণমূল এক বিবৃতিতে বলেছে, এটাই বিজেপির আসল রূপ- ধর্মান্ধতা ও বিদ্বেষ। তারা এতটাই অন্ধ হয়ে গেছে যে একজন বীর সেনা কর্মকর্তাকেও তার ধর্মের কারণে অপমান করছে। অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা উচিত। বিজেপির যদি ন্যূনতম লজ্জা থাকে, তবে কর্নেল সোফিয়া এবং সশস্ত্র বাহিনীর কাছে ক্ষমা চাইবে।

কংগ্রেসও একই সুরে বলেছে, সোফিয়া কুরেশি কেবল ভারতের গর্বই নন, তিনি সশস্ত্র বাহিনীর সম্মান। তাকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য দেশ ও সেনাবাহিনীর অপমান। বিজয় শাহ নিজেকে মোদির ঘনিষ্ঠ দাবি করেন, এখন বিজেপি কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে?

যদিও বিতর্ক ঘনিয়ে ওঠার পর মন্ত্রী বিজয় শাহ দাবি করেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তবে ভিডিওতে কারও নাম না নিলেও কর্নেল সোফিয়াকেই ইঙ্গিত করেছেন বলেই দাবি করেছে কংগ্রেস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে