ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

২০২৫ মে ১৪ ১১:২৬:৪৬
রাজধানীতে ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

ডুয়া ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং ‘লও ঠেলা’র ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে চাপাতি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ মে) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মোহাম্মদপুর থানার রায়েরবাজার মেকআপ খান রোড ও বোর্ড গাড এলাকায় অভিযান চালিয়ে এই কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করা হয়।

ডিএমপির এ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে রায়েরবাজারের আজিজ খান রোড, মেকআপ খান রোড ও প্রেমতলা গলিতে ‘লও ঠেলা’ গ্যাংয়ের সদস্যরা চাপাতি হাতে প্রকাশ্যে মহড়া দিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে