ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আ. লীগের খবর প্রকাশে কড়া শাস্তি, ২ থেকে ৭ বছর জেল

২০২৫ মে ১৪ ১০:১১:২৩
আ. লীগের খবর প্রকাশে কড়া শাস্তি, ২ থেকে ৭ বছর জেল

ডুয়া নিউজ: অন্তর্বর্তীকালীন সরকার ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে, যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

গেজেটে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ধারা ২০-এর (খ) উপধারা (১)-এর দফা (ঙ) অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সত্তার পক্ষে বা সমর্থনে যেকোনো ধরনের বিবৃতি, প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন অথবা সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রচার কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

সংশোধিত আইন অনুযায়ী, আওয়ামী লীগ বা তার পক্ষে কোনো খবর, বক্তব্য বা প্রচারণা প্রকাশ করলে গণমাধ্যম, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এই অপরাধের শাস্তি ধারা ৯(৩)-এ নির্ধারিত হয়েছে: সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড, সঙ্গে আর্থিক জরিমানা।

এই অধ্যাদেশ অনুযায়ী, আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড, প্রচার এবং তাদের সমর্থনে প্রকাশিত যেকোনো বিবৃতি বা প্রতিবেদন এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে