ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সার্কিট ব্রেকারে হিট করে হল্টেড তিন কোম্পানি

২০২৫ মে ১৪ ১১:১৩:৫৭
সার্কিট ব্রেকারে হিট করে হল্টেড তিন কোম্পানি

ডুয়া নিউজ: আজ বুধবার (১৪ মে) লেনদেনের শুরুতে বড় ধরনের দরপতনে পড়লেও এক ঘণ্টার মাথায় ঘুরে দাঁড়াতে দেখা গেছে উভয় শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের শুরুর ১৬ মিনিটের মাথায় ১৫ পয়েন্টের বেশি পড়ে গেলেও, প্রথম ঘণ্টা শেষে তা ২ পয়েন্ট বেড়ে ইতিবাচক অবস্থানে পৌঁছায়।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের প্রাথমিক আতঙ্ক কাটিয়ে আবারও বাছাই করা কোম্পানিগুলোতে বিনিয়োগমুখী হওয়ায় সূচকে ইতিবাচক প্রবণতা ফিরে আসে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রথম ঘন্টায় ডিএসইতে সার্কিট ব্রেকারে হিট করে বিক্রেতাশূন্য হয়ে পড়ে তিন প্রতিষ্ঠান। যে কারণে লেনদেনের এক ঘন্টা আগেই প্রতিষ্ঠান তিনটিতে বিক্রেতারা উধাও হয়ে যায়।

প্রতিষ্ঠানগুলো হলো: ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মাগুরা মাল্টিপ্লেক্স ও সিটি ইন্স্যুরেন্স কোম্পানি।

এ প্রতিষ্ঠানগুলোর দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছালে সেগুলোর লেনদেন হল্টেড (অস্থায়ীভাবে বন্ধ) হয়ে যায়। অর্থাৎ প্রথম ঘণ্টার মধ্যেই প্রতিষ্ঠানগুলোর লেনদেন প্রায় বন্ধ হয়ে যায়। কারণ তারা দিনের সর্বোচ্চ মূল্যসীমা স্পর্শ করেছে।

সূচকের গতি ও বাজারপরিস্থিতি

এদিন লেনদেনের শুরুতে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় ডিএসইর প্রধান সূচক ১৫ পয়েন্টের বেশি পড়ে যায়। তবে দ্রুত সময়ের মধ্যেই কিছু বাছাইকৃত শেয়ারে ক্রয়চাপ বাড়তে থাকায় সূচক ঘুরে দাঁড়ায়। এক ঘণ্টাশেষে ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ইতিবাচক অবস্থানে পৌঁছায়।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টির। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে