ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার, ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

২০২৫ মে ১৪ ১০:৫৪:০৩
পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার, ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

ডুয়া ডেস্ক: গুপ্তচরবৃত্তির সন্দেহে পাকিস্তানের এক কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি গুপ্তচরবৃত্তির অভিযোগ আনেনি, তবে জানিয়েছে—কূটনীতিকটি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা তার কূটনৈতিক দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয়। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

সম্প্রতি জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যাদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু। হামলার দায় স্বীকার করে 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন। তদন্তে জানা গেছে, টিআরএফ আসলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা।

এই ঘটনার পর ভারত কড়া কূটনৈতিক প্রতিক্রিয়া জানায়—সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি নিয়ে পুনর্বিবেচনা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা বন্ধ এবং ভিসা বাতিলসহ নানা ব্যবস্থা নেয়।

এই উত্তেজনার মধ্যেই ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে এক সেনা অভিযান চালায়, যার টার্গেট ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মিরের জঙ্গি ঘাঁটিগুলো। ভারতের দাবি, এই অভিযানে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়; যদিও পাকিস্তান বলছে, নিহত হয়েছে ৩১ জন এবং আহত ৫৭ জন।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর কয়েক দিনের মধ্যেই পাকিস্তান ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ চালায়, যার অর্থ “সীসার প্রাচীর”। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের মুখে দুই দেশ ১০ মে থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যুদ্ধবিরতির দুই দিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে বলেন, ভারত আপাতত অভিযান স্থগিত রেখেছে। তবে সীমান্তে পাকিস্তান কোনো উসকানি দিলে আবারও সামরিক প্রতিক্রিয়া জানানো হবে।

তথ্য : আল জাজিরা

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে