ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আ’লীগ নিষিদ্ধে ভারতের প্রতিক্রিয়া নিয়ে যা বললেন প্রেস সচিব

২০২৫ মে ১৪ ১৮:০২:৪২
আ’লীগ নিষিদ্ধে ভারতের প্রতিক্রিয়া নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, আমরা সবাইকে আহ্বান জানাই, নির্বাচন-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন শ্রদ্ধা দেখানো হয়।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ক্ষত এখনো তরতাজা। তাদের শাসনামলে আমাদের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়েছে, রাজনৈতিক পরিসর সংকুচিত হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব আপসের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ বারবার প্রহসনমূলক নির্বাচনের আশ্রয় নিয়ে আমাদের নির্বাচন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনে একটি সংস্কার প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে