ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হ-ত্যা-য় গ্রেপ্তার ৩

২০২৫ মে ১৪ ১২:১০:৩৯
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হ-ত্যা-য় গ্রেপ্তার ৩

ডুয়া ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সাম্য স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

ডিসি তালেবুর রহমান আরও জানান, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, রমনা কালী মন্দিরের পাশের সোহরাওয়ার্দী উদ্যানে তিন যুবক সাম্যের ওপর হামলা চালায়। হামলার সময় হামলাকারীরাও আহত হন এবং তারা একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে দুজনকে আটক করে পুলিশ, তবে একজন পালিয়ে যান। তাকে ধরতে অভিযান চলছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসী তামী জানান, নিহত সাম্য ছিলেন স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালে ভিড় করেন ছাত্রদল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাত পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে