ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

নগরভবনের সামনে বিক্ষোভ, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি

২০২৫ মে ১৪ ১১:৫৪:২৮
নগরভবনের সামনে বিক্ষোভ, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি

ডুয়া নিউজ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভে নেমেছেন কয়েক হাজার মানুষ।

বুধবার সকাল ৯টা থেকে ডিএসসিসির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গুলিস্তানের নগরভবনের সামনে সকাল সাড়ে ৮টা থেকেই মানুষ জড়ো হতে শুরু করে। পরে তাঁরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়িয়ে দায়িত্ব হস্তান্তরের দাবিতে স্লোগান দিতে শুরু করেন।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ডিএসসিসির বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে।

তবে এখনও পর্যন্ত তাঁর শপথ গ্রহণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা।

গোপীবাগের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না। আমরা ভোট দিয়ে ইশরাককে মেয়র নির্বাচিত করেছিলাম কিন্তু জালিয়াতির মাধ্যমে তাঁকে হারিয়ে দেওয়া হয়। এখন আদালতের রায়ে তিনি জয়ী হয়েছেন কিন্তু তবু তাঁকে দায়িত্ব দিচ্ছে না। এ অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেই এসেছি।”

উল্লেখ্য, ইশরাক হোসেন বিএনপির প্রয়াত নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই জানান, পুরান ঢাকার বাসিন্দারাই এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সূত্রাপুরের হুমায়ুন কবির বলেন, “আমরা যারা ভোট দিয়েছিলাম, তারাই আজ রাস্তায়। আমাদের ভোটের মর্যাদা চাই।”

বিক্ষোভ আজ দুপুর ২টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে