ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০২৫ মে ১৪ ১২:২৫:৪৩
নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ডুয়া ডেস্ক: স্বর্ণের দাম কমানোর একদিন না যেতেই আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বুধবার (১৪ মে) থেকে নতুন দর অনুযায়ী বিক্রি হচ্ছে স্বর্ণ। তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

গত সোমবার (১২ মে) বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম ভরিপ্রতি ৩,১৩৮ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু পরদিন মঙ্গলবার (১৩ মে) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করে আবার বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধির কারণে নতুন করে প্রতি ভরিতে ১,৫৬৬ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দামে:

২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন বিক্রি হবে ১,৬৯,১৮৬ টাকা,

২১ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১,৬১,৫০০ টাকা,

১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১,৩৮,৪২৮ টাকা,

এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারিত হয়েছে ১,১৪,৪৩৬ টাকা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে