ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

জামায়াতের আপিলের রায় ১ জুন

২০২৫ মে ১৪ ১৭:৫১:৪৯
জামায়াতের আপিলের রায় ১ জুন

ডুয়া ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী ১ জুন।

বুধবার (১৪ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন।

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অন রেকর্ড আলী আজম।

এই আপিলের শুনানি শুরু হয় গত ১২ মার্চ। তারও আগে, হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট এক রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করে।

এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেও শুনানিতে অনুপস্থিতির কারণে আপিল বিভাগ তা ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ করেন। পরে ২০২৩ সালের ২২ অক্টোবর আপিল বিভাগ সেই খারিজ হওয়া আবেদন পুনরুজ্জীবিত করার আদেশ দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে