ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

লেনদেন বৃদ্ধিতে মরিয়া সেরা প্রতিষ্ঠানগুলো

২০২৫ মে ১৪ ১৬:০৩:৩৩
লেনদেন বৃদ্ধিতে মরিয়া সেরা প্রতিষ্ঠানগুলো

ডুয়া নিউজ: আজ (১৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৫ দশমিক ৬০ পয়েন্টে। ডিএসইতে আজ টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৯৪ কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা, যা আগের দিনের তুলনায় ৪৯ কোটি ৭৬ লাখ ৫ হাজার টাকা কম।

এমতাবস্থাতেও লেনদেন বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে ‘এ’ ক্যাটাগরির বা সেরা প্রতিষ্ঠানগুলো। আজ ডিএসইর লেনদেন তালিকায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। প্রতিষ্ঠানগুলো হলো— বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক, মাগুরা মাল্টিপ্লেক্স, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিটি ব্যাংক, ফাইন ফুডস এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির শেয়ারের। এদিন কোম্পানিটির ১৫ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে প্রতিটি শেয়ার ৪৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এনআরবি ব্যাংকের, যার পরিমাণ ১১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকা। কোম্পানিটির প্রতিটি শেয়ার দিনশেষে ১২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।

মাগুরা মাল্টিপ্লেক্স ১০ কোটি ৯১ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির প্রতিটি শেয়ার আজ ডিএসইতে সর্বশেষ ৮৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে— ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ৫ লাখ ২৯ হাজার, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার, সিটি ব্যাংকের ৭ কোটি ২৫ লাখ ৬৩ হাজার, ফাইন ফুডসের ৭ কোটি ১৯ লাখ ২ হাজার এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে