ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আইপিএলে দল পাওয়া দিনে দুবাই গেলেন মুস্তাফিজ

২০২৫ মে ১৪ ২০:৪৪:৪৯
আইপিএলে দল পাওয়া দিনে দুবাই গেলেন মুস্তাফিজ

ডুয়া ডেস্ক: আইপিএলের নিলামে দল না পেলেও মাঝপথে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ৬ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে ডাক পেয়েছেন তিন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গে আরব আমিরাতের বিমান ধরেছেন পেসার মুস্তাফিজুর রহমানও।

আজ বুধবার (১৪ মে) দুই ভাগে বিভক্ত হয়ে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম দফায় সকাল দশটার বিমান ধরেছেন ১০ ক্রিকেটাররা। এরপর দলের বাকি সদস্যরা সন্ধ্যা সাতটায় দেশ ছেড়েছেন।

দ্বিতীয় দফায় যাত্রা করা বহরে ছিলেন অধিনায়ক লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। তাদের সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং স্টাফের আরও একজন সদস্য।

এদিকে আইপিএলে ডাক পাওয়া মুস্তাফিজ সব ম্যাচ খেলবেন কি না তা নিয়ে অনেকটাই ধোয়াশা তৈরি হয়েছে। তবে বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, ‘মুস্তাফিজ এখনো পর্যন্ত আইপিএলে খেলার জন্য ছাড়পত্র (এনওসি) চেয়ে আবেদন করেননি বোর্ডে।’

দেশ ছাড়ার সময় মুস্তাফিজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আরব আমিরাতের উদ্দেশে যাত্রা শুরু তাদের বিপক্ষে খেলার জন্য। আমাকে আপনার দোয়ায় রাখবেন।”

বাংলাদেশ ক্রিকেট দল আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। উভয় ম্যাচই স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়) শুরু হবে ।

অন্যদিকে, মুস্তাফিজুর রহমানের আইপিএল দল দিল্লি ক্যাপিটালস ১৮ মে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচ খেলবে, যা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) ।

এই সূচি অনুযায়ী, ১৭ মে বাংলাদেশের প্রথম ম্যাচের পরপরই ১৮ মে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং ১৯ মে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এই সময়সূচির কারণে মুস্তাফিজুর রহমানের পক্ষে উভয় দলে খেলা কঠিন হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে