ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বোর্ডসেরা এসএসসি-এইচএসসি শিক্ষার্থীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

২০২৫ মে ১৬ ১০:৫২:৪৯
বোর্ডসেরা এসএসসি-এইচএসসি শিক্ষার্থীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

ডুয়া ডেস্ক: ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ডসেরা শিক্ষার্থীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে সরকার। ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSFI)’ স্কিমের আওতায় ‘উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার’ এবং ‘উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার’ হিসেবে নির্বাচিত এসএসসি শিক্ষার্থীরা পাবেন ১০ হাজার টাকা এবং এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ২৫ হাজার টাকা।

এই অর্থ পুরস্কার সরাসরি শিক্ষার্থীদের নিজ নামে খোলা অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্কিম পরিচালক প্রফেসর মো. তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিস্তারিত জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের তালিকা উপজেলাভিত্তিকভাবে সংশ্লিষ্ট উপজেলা বা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ই-মেইলে পাঠানো হয়েছে। তালিকাভুক্ত শিক্ষার্থীদের আগামী ২৫ মে’র মধ্যে নিজ উপজেলায় বা আশপাশের যেকোনো অগ্রণী ব্যাংক শাখায় গিয়ে নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে। যাদের আগে থেকেই অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারা পূর্বের অ্যাকাউন্ট নম্বর আপডেট করলেই চলবে।

পুরস্কারের অর্থ তুলতে শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র অথবা নম্বরপত্র ব্যাংকে জমা দিতে হবে। পূর্ববর্তী অর্থবছরে যারা অ্যাকাউন্ট না খোলায় বঞ্চিত হয়েছেন, তারাও এবার এই সুবিধা পাবেন।

প্রতিটি উপজেলা বা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তায় শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ২৯ মে’র মধ্যে শিক্ষা ভবনের ৭০৮ নম্বর কক্ষে হার্ডকপি ও [email protected] ঠিকানায় সফট কপি জমা দেবেন।

এই পুরস্কার কর্মসূচি পরিচালিত হচ্ছে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (SEDP) আওতায়। এতে শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে