ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

হজযাত্রী বেশে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটক আ. লীগ নেতা!

২০২৫ মে ১৬ ১৩:৫৩:৩৮
হজযাত্রী বেশে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটক আ. লীগ নেতা!

ডুয়া ডেস্ক: দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অন্তর্বর্তী সরকারের ঘোষণার প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম স্থগিত রয়েছে। এরই মধ্যে হজযাত্রীর ছদ্মবেশে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের এক নেতা।

আটক হওয়া ব্যক্তি হচ্ছেন আব্দুল আউয়াল সরদার, যিনি গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি সৌদি আরবে হজ পালনের কথা বলে দেশত্যাগের চেষ্টা করছিলেন। তবে বৃহস্পতিবার গভীর রাতে বিমানবন্দরে পৌঁছানোর পরই ইমিগ্রেশন পুলিশের নজরে আসেন এবং সঙ্গে সঙ্গে আটক হন।

সূত্র জানায়, ৫ আগস্ট সরকারের পতনের ঘটনার পর থেকে আউয়াল সরদার আত্মগোপনে ছিলেন। এরপর চুপিসারে বিদেশে পালানোর পরিকল্পনা করেন। হজযাত্রীর ছদ্মবেশে তিনি বিমানবন্দরে প্রবেশ করলে ইমিগ্রেশন পুলিশ তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

ঘটনার বিষয়ে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলম বলেন, “৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। বর্তমানে তাকে গোসাইরহাট থানায় আনা হচ্ছে।”

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন জানান, “আমরা বিমানবন্দর ইমিগ্রেশন থেকে আব্দুল আউয়াল সরদারকে আটকের বিষয়ে তথ্য পেয়েছি। তবে এখনও আনুষ্ঠানিক কোনো কাগজপত্র আমাদের কাছে পৌঁছায়নি। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে