ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বলিউডে ‘কালো জাদু’ গুঞ্জন; বিতর্কে যেসব অভিনেত্রীর নাম

২০২৫ মে ১৬ ১৩:৪৬:৪৫
বলিউডে ‘কালো জাদু’ গুঞ্জন; বিতর্কে যেসব অভিনেত্রীর নাম

ডুয়া ডেস্ক: যুগের সঙ্গে আধুনিকতা যতই এগিয়ে যাক না কেন, কুসংস্কার এখনো অনেকের বিশ্বাসে দৃঢ়ভাবে গেঁথে আছে। আর এই বিশ্বাস শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বলিউডের রূপালি জগতেও তার ছাপ স্পষ্ট। গ্ল্যামার ও আলো ঝলমলে ক্যামেরার আড়ালে বহুবার উঠে এসেছে কালো জাদু, তন্ত্র-মন্ত্র কিংবা বশীকরণের মতো কুসংস্কারের গুঞ্জন। সময়ের পরিক্রমায় এসব বিষয়ে বিতর্কে জড়িয়েছেন বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী।

চলুন দেখে নেওয়া যাক, বলিউডের কোন কোন অভিনেত্রীর নাম এসেছে ‘কালো জাদু’ বিতর্কে:

কঙ্গনা রানাওয়াতবলিউডে স্পষ্টভাষী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত বহুবার নানা বিতর্কে জড়িয়েছেন। একসময় তার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন অভিযোগ করেন, কঙ্গনা নাকি সম্পর্কের সময় তার ওপর তন্ত্রসাধনা ও কালো জাদু প্রয়োগ করেছিলেন। কঙ্গনা অবশ্য এই অভিযোগ নিয়ে রসিকতা করে বলেন, "ডাইনি বিদ্যা একটি পুরোনো ঐতিহ্য।" পরোক্ষভাবে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো তা নিয়ে মজা করেন।

কিয়ারা আডবাণীমিষ্টি স্বভাবের কিয়ারা আডবাণীকেও ছাড় দেয়নি এমন গুজব। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের পর তার দুই ভক্ত কিয়ারার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তিনি নাকি কালো জাদুর মাধ্যমে সিদ্ধার্থকে নিজের বশে এনেছেন এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে বাধা দিচ্ছেন। তবে এই ধরনের ভিত্তিহীন অভিযোগকে পাত্তাও দেননি তারা।

রিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত হন রিয়া চক্রবর্তী। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে কালো জাদুর অভিযোগও ওঠে। রিয়া পরে জানান, মাঝেমধ্যে তিনি মজা করে নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বললেও কেউ কেউ তা সত্যি ধরে নিয়ে তাকে ডাইনি ভাবেন।

পায়েল রোহতগিঅভিনেত্রী পায়েল রোহতগি নিজেই প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তিনি ক্যারিয়ারে উন্নতির আশায় বশীকরণ পূজা করেছিলেন। ২০২২ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তন্ত্রসাধনা করলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি।

দিব্যাঙ্কা ত্রিপাঠীটিভি অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর অভিনেতা শরদ মলহোত্রের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর গুঞ্জন ওঠে, সেই সম্পর্ক ফের জোড়া লাগাতে নাকি তিনি কালো জাদুর সহায়তা নিতে চেয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তাদের সম্পর্ক আর জোড়া লাগেনি।

বলিউডের এসব তারকার বিরুদ্ধে ওঠা কালো জাদুর অভিযোগ বা গুঞ্জন কখনোই প্রমাণিত হয়নি। তবে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল, আর বিতর্কে আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে