ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মন্দাবাজারে বিনিয়োগকারীদের আস্থায় ‘এ’ ক্যাটাগরির সাত শেয়ার

২০২৫ মে ১৬ ১২:১৩:০৯
মন্দাবাজারে বিনিয়োগকারীদের আস্থায় ‘এ’ ক্যাটাগরির সাত শেয়ার

ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে পতনের ধারা অব্যাহত ছিল। আগের সপ্তাহের মতো আলোচ্য সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক নিম্নমুখী ছিল। বাজার মূলধন, লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ছিল পেছনের দিকে। সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করলেও কিছু নির্দিষ্ট কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহ ছিল স্পষ্ট। বিশেষ করে ‘এ’ ক্যাটাগরির সাতটি শেয়ার বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে। যেগুলো বিদায়ী সপ্তাহের দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।

শেয়ারগুলো হলো—সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বিজিআইসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক ও মাগুরা মাল্টিপ্লেক্স। বাজারে মিশ্র পরিস্থিতির মধ্যে এসব কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আর্থিক ভিত্তি, ডিভিডেন্ড নীতি ও পরিচালনা পর্ষদের দক্ষতা বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

সিটি ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বিজিআইসি ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স—এই চারটি কোম্পানি বিমা খাতের অন্তর্ভুক্ত। বিমা খাত দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের একটি নির্ভরযোগ্য খাত হিসেবে বিবেচিত। ডিভিডেন্ড প্রদানে ধারাবাহিকতা ও তুলনামূলক কম ঝুঁকির কারণে এ খাতের কোম্পানিগুলোর প্রতি আস্থা তৈরি হয়েছে।

অন্যদিকে, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড একটি মিউচুয়াল ফান্ড হওয়ায় ঝুঁকিমুক্ত ও স্থায়ী আয়ের প্রত্যাশায় থাকা বিনিয়োগকারীদের আকর্ষণ করেছে। আর উত্তরা ব্যাংক দেশের অন্যতম পুরোনো এবং স্থিতিশীল ব্যাংক। ডিভিডেন্ড প্রদানে ধারাবাহিকতা, মূলধনের স্থিতিশীলতা ও পরিচালনা পর্ষদের গুণগত মান শেয়ারটির প্রতি আগ্রহ তৈরি করেছে। মাগুরা মাল্টিপ্লেক্স তুলনামূলক নতুন কোম্পানি হলেও সম্প্রসারণ পরিকল্পনা ও উৎপাদনশীল কার্যক্রমের কারণে এটি বিনিয়োগকারীদের নজরে এসেছে।

আগের সপ্তাহেও পতনের বাজারে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের কদর বেড়েছিল। এটি একটি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা যেতে পারে। কারণ বিনিয়োগকারীরা যখন বাজারে অস্থিরতা অনুভব করেন, তখন তারা নিরাপদ ও পরিচিত কোম্পানির দিকে ঝুঁকে পড়েন। এ প্রবণতা ইঙ্গিত দেয়, দীর্ঘমেয়াদি আস্থার সংকট থাকলেও নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস অটুট রয়েছে।

সামগ্রিকভাবে বলা যায়, বাজারে ধসের মধ্যেও বিনিয়োগকারীদের আচরণে একটি নির্দিষ্ট প্যাটার্ন ফুটে উঠছে। তারা এখন ঝুঁকিপূর্ণ ও অস্থির শেয়ার থেকে মুখ ফিরিয়ে অপেক্ষাকৃত নিরাপদ, নির্ভরযোগ্য ও স্বচ্ছ কোম্পানিগুলোর দিকে ঝুঁকছেন। এটি বাজারে ভবিষ্যৎ স্থিতিশীলতার একটি সম্ভাবনাময় ইঙ্গিত হিসেবেই ধরা যেতে পারে।

উল্লেখ্য, সপ্তাহের ব্যবধানে কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩০.৫৬ শতাংশ, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ১৩.৮০ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৫৪ শতাংশ, বিজিআইসির ৭.৫৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.২০ শতাংশ, উত্তরা ব্যাংকের ৫.২৪ শতাংশ এবং মাগুরা মাল্টিপ্লেক্সের ৫.০৯ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে