ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জবি শিক্ষার্থীদের দাবিতে সরকারের সাড়া

২০২৫ মে ১৬ ২০:২৮:৪৬
জবি শিক্ষার্থীদের দাবিতে সরকারের সাড়া

ডুয়া ডেস্ক: টানা তিনদিন আন্দোলনের পর অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে উপস্থিত হয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনার বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রথম দাবির বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। পাশাপাশি তিনি বলেন, আবাসন সংকট নিরসনে অস্থায়ীভাবে হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে।

প্রসঙ্গত, ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি তুলে ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের একটি দল ইউজিসিতে যান। তবে ইউজিসি থেকে প্রত্যাশিত সাড়া না মেলায় শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন।

গত বুধবার (১৪ মে) ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর থেকে আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠে। এরই মধ্যে শিক্ষার্থীদের দাবিগুলো সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে