ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রোটিয়াদের উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

২০২৫ মে ১৬ ১৭:২৫:৫০
প্রোটিয়াদের উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

ডুয়া ডেস্ক: উত্তেজনায় ভরপুর প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি পরিণত হলো একপেশে লড়াইয়ে। কম স্কোরের ম্যাচেও দারুণভাবে জ্বলে উঠলো লাল-সবুজের প্রতিনিধি দল।

আগে ব্যাট করে মাত্র ২২৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ দল। কিন্তু লক্ষ্য তাড়ায় নেমে ৩৮.২ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা, ফলে ৩৪ রানের জয়ে সিরিজটিও ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।

প্রোটিয়াদের ইনিংসে শুরু থেকেই দেখা দেয় ব্যাটিং বিপর্যয়। ২১.২ ওভারে মাত্র ৯৪ রানেই সাজঘরে ফেরেন তাদের ৭ জন ব্যাটার।

এই অবস্থায় কিছুটা প্রতিরোধ গড়েন তিয়ান মাইকেল ফন ফুরেন ও মোকোয়েনা। অষ্টম উইকেটে তারা গড়েন ৫৪ রানের জুটি। তবে ইনিংস বিপজ্জনক হয়ে ওঠার আগেই শেখ পারভেজ জীবনের কট অ্যান্ড বোল্ডে ৪০ রান করা ফুরেনকে হারায় দক্ষিণ আফ্রিকা।

নবম উইকেটে মোকোয়েনা ও এনটুলি যোগ করেন আরও ৪২ রান, তবে রাকিবুলের এলবিডব্লিউতে এনটুলি ফিরে গেলে ভাঙে সেই আশাও। ৩৮.২ ওভারে মোকোয়েনার রানআউটের মধ্য দিয়ে শেষ হয় সফরকারীদের ইনিংস।

বোলিংয়ে দ্যুতি ছড়ালেন রাকিবুল

১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন রাকিবুল, যার মধ্যে ছিল ২টি মেডেন। মাহফুজুর রহমান রাব্বি ও ওয়াসি সিদ্দিকী নেন ২টি করে উইকেট। জীবন নেন ১টি।

ব্যাটিং বিপর্যয়ের পর রাব্বি-রাকিবুলের উদ্ধার

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩১.২ ওভারে ৮ উইকেটে মাত্র ১১৮ রান ছিল স্কোরবোর্ডে। এমন অবস্থায় নবম উইকেটে রাকিবুল ও রাব্বি গড়েন ৮৪ রানের জুটি।

রাকিবুল করেন ৪২ রান (৪০ বলে, ৫ চার, ২ ছক্কা), আর ইনিংসের সবচেয়ে বড় স্কোর ৫৮ রান আসে রাব্বির ব্যাট থেকে (৭৭ বলে, ৫ চার, ৩ ছক্কা)।

দক্ষিণ আফ্রিকার হয়ে সেসোনা সেপো এনদোয়ান্দা শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট, ফন ফুরেন নেন ২টি।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রাকিবুল।

সিরিজ শেষে উচ্ছ্বসিত বাংলাদেশ ইমার্জিং দল—এই জয় ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে