ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে অন্য দেশে পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

২০২৫ মে ১৭ ১৩:২২:৩৮
গাজা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে অন্য দেশে পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

ডুয়া ডেস্ক: গাজার প্রায় ২২ লাখ ফিলিস্তিনির মধ্যে অন্তত ১০ লাখকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ পরিকল্পনার বিষয়ে ইসরায়েলকে নিয়মিতভাবে অবহিত রাখা হচ্ছে বলে জানিয়েছে পরিকল্পনার সঙ্গে জড়িত অন্তত তিনটি সূত্র। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজ শনিবার (১৬ মে) একটি বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে পাঁচটি ভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সফর শেষে ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের একটি বড় অংশকে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এই প্রক্রিয়ায় প্রায় ১০ লাখ মানুষের কথা ভাবা হচ্ছে।

যদিও এখনও লিবিয়ার সরকারের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, আলোচনার প্রক্রিয়া চলছে। স্থানান্তরকে বাস্তবায়নের জন্য লিবিয়াকে আর্থিক তহবিল, বিনামূল্যে আবাসন এবং শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন প্রণোদনার প্রস্তাব দেওয়া হচ্ছে। একাধিক সূত্র দাবি করেছে, লিবিয়ার সঙ্গে আলোচনা সত্যিই চলছে এবং এ সম্পর্কিত অগ্রগতি ইসরায়েলকে জানানো হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিনিদের গ্রহণের বিনিময়ে যুক্তরাষ্ট্র লিবিয়ার জন্য আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল মুক্ত করে দিতে পারে।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা জাতীয় নিরাপত্তা পরিষদ কোনো মন্তব্য করেনি। পাশাপাশি, আসলে কতজন ফিলিস্তিনি গাজা ছেড়ে অন্যত্র যেতে আগ্রহী সেটাও এখনো স্পষ্ট নয়।

এদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম পুরো পরিকল্পনাটিকে গুজব বলে অভিহিত করেছেন। তিনি জানান, তাদের কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। যদি এমন পরিকল্পনা থেকে থাকে তাহলে তিনি এর তীব্র নিন্দা জানান।

বাসেম নাইম বলেন, “ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমির প্রতি অঙ্গীকারবদ্ধ। তারা নিজেদের ভূমি, পরিবার ও ভবিষ্যৎ রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তাদের নিজেদেরই রয়েছে।”

উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। বর্তমানে দেশটির পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করছেন আব্দুল হামিদ দ্বেইবেহ এবং পূর্বাঞ্চলে রয়েছেন সামরিক নেতা খলিফা হাফতার। এ পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটিতে ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্কতা দিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে