ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

২০২৫ মে ১৭ ১৩:০০:০৭
জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে আগামী ২২ জুন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, “প্রথম বর্ষে ভর্তির কাজ প্রায় শেষ। এখন পর্যন্ত ৯৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়েছে। চতুর্থ মেরিট লিস্টেই বাকি আসনগুলো পূর্ণ হয়ে যাবে বলে আশা করছি। ঈদের পরপরই আমরা ক্লাস শুরু করবো।”

এদিকে শিক্ষার্থীদের চার দফা দাবিতে চলমান আন্দোলন শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে। দাবিগুলো ছিল—

১. ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি,

২. পূর্ণাঙ্গ বাজেট নিশ্চিত করা,

৩. দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন,

৪. শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার।

শুক্রবার জুমার নামাজের পর শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে গণঅনশনে বসেন। এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ আন্দোলনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, “ছাত্রদের চার দফা দাবির বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধির মাধ্যমে প্রথম দাবি পূরণ করা হচ্ছে। অস্থায়ী আবাসিক হল নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।”

আন্দোলন সফলভাবে শেষ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও বিজয়ের আনন্দ। অনশন ভাঙার কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বিজয় উদযাপন করে।

তিন দিনের আন্দোলনের শেষে শুক্রবার রাতেই ক্যাম্পাসে হাসিমুখে ফিরে যান শিক্ষার্থীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে