ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইশরাকের শপথ নিয়ে যা বললেন স্থানীয় সরকার উপদেষ্টা

২০২৫ মে ১৯ ১৫:৩৮:৪১
ইশরাকের শপথ নিয়ে যা বললেন স্থানীয় সরকার উপদেষ্টা

ডুয়া ডেস্ক: মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথগ্রহণ নিয়ে আইনগত জটিলতা ও মেয়াদ সংক্রান্ত সমস্যা এখনো কাটেনি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, এসব জটিলতা নিরসনের আগ পর্যন্ত সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।

সোমবার (১৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপিএর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আন্দোলন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “আন্দোলনকারীদের জনদুর্ভোগ বিবেচনায় রাখতে হবে। নগরবাসী যে দুর্ভোগের মুখে পড়েছে, সেটি অনুধাবন করে আন্দোলনে অংশ নেওয়া উচিত।”

তিনি আন্দোলনকারীদের প্রতি ধৈর্যের আহ্বান জানিয়ে বলেন, “এই মুহূর্তে ধৈর্য ও দায়িত্বশীলতা দেখানো প্রয়োজন।”

এদিকে পাকিস্তান সফর নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাব্য পাকিস্তান সফরের ক্ষেত্রে সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে খেলা না হয়—এমন অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।

বিসিবি নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। জানান, বিসিবি নির্বাচন ঘিরেও কিছু আইনি জটিলতা রয়েছে। এগুলো দ্রুত সময়ে নিষ্পত্তি সম্ভব নয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে