ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গুলিস্তান ব্লকেড

২০২৫ মে ১৯ ১৫:২১:২৮
গুলিস্তান ব্লকেড

ডুয়া ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চারদিনের আন্দোলনের পর এবার নগরভবন ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছেন বিক্ষোভকারীরা। এর অংশ হিসেবে সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নেন তারা, যেখানে প্রধান সড়ক অবরোধ করে চলতে থাকে বিভিন্ন স্লোগান।

এতে করে গুলিস্তান এলাকা-সহ বংশাল ও পল্টনমুখী রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট ও জন দুর্ভোগ।

সকালে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল গুলিস্তান ও নগরভবনের সামনে এসে জড়ো হয়। আন্দোলনকারীরা ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানে বিলম্বের প্রতিবাদ জানিয়ে দ্রুত তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা একের পর এক স্লোগানে মুখর করে তোলেন গুলিস্তান এলাকা। তারা বলেন, "শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ,জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই"।

বিক্ষোভ সমর্থনকারী ইশরাকপন্থি কর্মকর্তা ও কর্মচারীরা নগরভবনের মূল ফটক-সহ বিভিন্ন বিভাগীয় গেটে তালা ঝুলিয়ে দেন। এতে নগরভবনে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং সকল ধরনের প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব দেওয়া হবে, ততক্ষণ এই কর্মসূচি চলবে। প্রয়োজন হলে তারা আরও কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে