ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেসিডেন্ট বাইডেনের আয়ু মাত্র ২ মাস

২০২৫ মে ১৯ ২১:৪৯:৫৮
প্রেসিডেন্ট বাইডেনের আয়ু মাত্র ২ মাস

ডুয়া ডেস্ক: প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ও রাজনৈতিক কর্মী লারা লুমার। তার দাবি, বাইডেন আগামী দুই মাসের মধ্যে মারা যেতে পারেন।

এক প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৮ মে) বাইডেনের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে তাঁর প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করার পরদিন, সোমবার এক্স -এ দেওয়া একাধিক পোস্টে লুমার এই দাবি করেন।

লুমার বলেন, “গত জুলাইয়ে আমি বলেছিলাম বাইডেন গুরুতরভাবে অসুস্থ—তখন অনেকে তা বিশ্বাস করেননি। এখন তাদের আমার কাছে ক্ষমা চাওয়া উচিত।”

তিনি আরও দাবি করেন, “আমি বাইডেনের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে সঠিক ছিলাম। যদি তিনি মারা যান, তাহলে সবাই বুঝতে পারবেন আমি সত্য বলেছিলাম।”

লুমারের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। তবে হোয়াইট হাউস বা বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে