ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় শাকিলের

২০২৫ মে ১৯ ১৫:২৭:৩৯
সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় শাকিলের

ডুয়া ডেস্ক: কক্সবাজার থেকে হেঁটে শুরু করে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন ইকরামুল হাসান শাকিল। সোমবার (১৯ মে) দুপুরে তিনি সফলভাবে এভারেস্ট জয় করে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন শৃঙ্গে। এভারেস্টজয়ী হিসেবে তিনিই বাংলাদেশের সপ্তম নাগরিক।

শাকিলের অভিযান দলের সমন্বয়কারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, "এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছেন এবং সুস্থ আছেন। তিনি ইতোমধ্যে ক্যাম্প-৪-এ নেমে এসেছেন। নেটওয়ার্কের সমস্যার কারণে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হয়নি।"

ইকরামুল হাসান শাকিল তার এই ব্যতিক্রমী অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’ (সমুদ্র থেকে শৃঙ্গ)। তিনি গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে যাত্রা শুরু করেন। এরপর চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, মুন্সিগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছান। কিছুদিন বিশ্রাম নিয়ে আবার শুরু করেন হাঁটা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে ২৮ মার্চ পৌঁছান পঞ্চগড়ে। সেখান থেকে ভারত হয়ে নেপালে প্রবেশ করেন ৩১ মার্চ। এই পথে তিনি ১,৪০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেন পায়ে হেঁটে।

২৯ এপ্রিল তিনি পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে এবং সেখান থেকেই শুরু হয় তার চূড়ার জন্য প্রস্তুতি। ৬ মে রোটেশন মিশনে বের হয়ে তিনি ধাপে ধাপে ক্যাম্প-৩ পর্যন্ত গিয়ে ১০ মে ফিরে আসেন বেজক্যাম্পে। মূল অভিযানে ১৬ মে তিনি ক্যাম্প-২-এ, ১৭ মে ক্যাম্প-৩ এবং ১৮ মে পৌঁছান ক্যাম্প-৪-এ। সেখান থেকেই শুরু হয় তার চূড়ায় ওঠার চূড়ান্ত প্রচেষ্টা – সামিট পুশ।

অবশেষে ১৯ মে দুপুরে সফলভাবে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান তিনি – একজন সত্যিকারের ‘সি টু সামিট’ জয়ী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে