ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

২০২৫ মে ২০ ১৩:২৯:৩৫
ভারতের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

ডুয়া ডেস্ক: ভারতের একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ—এই সংস্থাগুলো সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর কনসুলার অ্যাফেয়ার্স ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিনিয়ত অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঘটনা শনাক্ত করতে কাজ করছে।

বিবৃতিতে বলা হয়, "আজ আমরা এমন কিছু ভারতীয় ভ্রমণ সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছি, যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশে সহায়তা করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবপাচার রোধে আমরা কঠোর অবস্থান বজায় রাখবো।"

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির লক্ষ্য শুধু বিদেশিদের অবৈধভাবে প্রবেশের বিপদ সম্পর্কে সচেতন করাই নয় বরং যারা এই প্রক্রিয়ায় সহায়তা করে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা। এই উদ্যোগের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় শুধু সাধারণ আবেদনকারীরাই নন এমনকি যারা ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতাভুক্ত তারাও পড়তে পারেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিরোধী অবস্থান আরও কঠোর হয়। ইতিমধ্যে বহু দেশের অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ভারতীয়রাও রয়েছে। কিছু ক্ষেত্রে তাদের হাত ও কোমরে রশি বেঁধে বিমানে তুলে দেশে পাঠানোর ঘটনাও ঘটেছে।

তথ্য: পিটিআই

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে