ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

তিতুমীর কলেজের হল খোলার দাবি, প্রশাসনিক ভবনে তালা

২০২৫ মে ২০ ১৩:১৩:৫৭
তিতুমীর কলেজের হল খোলার দাবি, প্রশাসনিক ভবনে তালা

ডুয়া ডেস্ক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নির্মাণাধীন শহীদ মামুন হল দ্রুত খুলে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সোমবার (১৯ মে) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি আজ মঙ্গলবারও চলছে। শিক্ষার্থীরা সারারাত কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেছেন এবং ভবনের গেটে তালা দিয়েছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন হল বন্ধ থাকায় তারা বাধ্য হয়ে বাইরে মেস বা বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। এটি অনেকের জন্য আর্থিকভাবে কষ্টকর। একই সঙ্গে নিরাপত্তা এবং পরিবেশজনিত সমস্যাও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তাদের দাবি অবিলম্বে শহীদ মামুন হল খুলে দেওয়া হোক এবং বৈধ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হোক। আন্দোলনকারী আলি আহমেদ বলেন, "আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছি। এবার দাবি পূরণ না হলে আন্দোলন চলবে।"

আরেক শিক্ষার্থী নূর মোহাম্মদ জানান, গতকাল রাতেই হল সুপার আল নূর এসে তাদের আশ্বস্ত করেছেন, আজ হল কমিটি ও অধ্যক্ষের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। "আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি" বলেন তিনি।

তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) আওতায় থাকা শহীদ মামুন হলের নির্মাণকাজ এখনও সম্পূর্ণ হয়নি। ডেসকোর বিদ্যুৎ সংযোগে জটিলতা ও লিফট চালু না হওয়ায় হল চালু করা যাচ্ছে না।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ বলেন, "আমি দ্রুত বৈধ শিক্ষার্থীদের তালিকা প্রকাশের ব্যবস্থা নিচ্ছি। কিন্তু ইইডির কাজ শেষ না হওয়ায় সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না।"

উল্লেখ্য, কলেজের অন্য ছাত্রাবাস আক্কাসুর রহমান আঁখি হল ২০২৩ সালের ১৮ জুলাই ভাঙচুরের ঘটনার পর থেকে বন্ধ রয়েছে। শহীদ মামুন হলের কাজও দীর্ঘসূত্রতায় চলছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র আবাসন সংকট দেখা দিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে