ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার ভারতের প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর লড়াই, নিহ’ত ১৪  

২০২৫ মে ২০ ১০:৩৮:২০
এবার ভারতের প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর লড়াই, নিহ’ত ১৪  

ডুয়া ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে অন্তত ১২ জন ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এসব ঘটনায় পাকিস্তানের দুই সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার (১৭ মে) এবং রোববার (১৮ মে) তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের (বিএলএফ) সঙ্গে সংঘর্ষে জড়ায় সেনাবাহিনী। এসব অভিযানকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত (ইন্টেলিজেন্স বেসড অপারেশন - IBO) বলা হয়েছে।

সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলায় এক অভিযানে পাঁচজন এবং অন্য অভিযানে আরও দুইজন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় নিরাপত্তা বাহিনীর কনভয়ে অতর্কিত হামলার জবাবে আরও দুইজন সন্ত্রাসী নিহত হয়।

বেলুচিস্তানে আওরান জেলার গিশকুর এলাকায় তীব্র গুলিবিনিময়ের মধ্যে নিহত হয় ‘ভারত-স্পন্সরড’ ইউনাস নামের এক সন্ত্রাসী। তুরবাত শহরে আরও দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

এছাড়া অভিযানগুলোতে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এদিকে সংঘর্ষের সময় প্রাণ হারানো দুই সেনা সদস্য হলেন— কুর্রাম জেলার সিপাহী ফরহাদ আলী তুরি (২৯) এবং কোহাট জেলার ল্যান্স নায়েক সাবির আফ্রিদি (৩২)। আইএসপিআর তাদের ‘সাহসী সন্তান’ হিসেবে উল্লেখ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

পাকিস্তান সেনাবাহিনী বলেছে, বেলুচিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার ভারতীয় প্রক্সি চেষ্টাগুলো রুখে দিতে তারা জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অঙ্গীকারবদ্ধ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে