ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ

২০২৫ মে ২০ ১৩:০২:৫৯
আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ

ডুয়া ডেস্ক: আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত সরকারি কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে নতুন আত্মপ্রকাশ করা প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’। সংগঠনটি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে সঙ্গে নিয়ে আওয়ামী পুনর্বাসন প্রতিরোধে কাজ করছে।

মঙ্গলবার (২০ মে) জুলাই ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। শহীদ মুহতাসির রহমান আলিফের পিতা মোহাম্মদ গাজীউর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তালিকাভুক্তদের নাম পড়ে শোনান।

প্রকাশিত তালিকায় ৪৪ জন আমলার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এদরে মধ্যে রয়েছেন:

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমূল আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহানা আহমেদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. এমদাদুল্লাহ মিয়া, ভূমি আপিল বোর্ডের সচিব মো. ইব্রাহিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. নাজমা মোবারেক, ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান, অর্থ বিভাগের সজিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশে পরিকল্পনা কমিশন সদস্য মো. রুহুল আমিন, দুর্নীতি দমন কমিশন সচিব খোরশেদা ইয়াসমীন, বাংলাদেশ প্রেট্রোলিয়াম করপোরেশন চেয়ারম্যান সচিব মো. আমিনুল আহসান, বিপিএটিসি র‌্যাকটর সচিব সাঈদ মাহবুব খান, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. মোকাব্বের।

বিস্তারিত আসছে...

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে