ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজার পুনরুজ্জীবনে আসন্ন বাজেটে প্রণোদনার সম্ভাবনা

২০২৫ মে ২০ ১৫:০৮:৩৪
শেয়ারবাজার পুনরুজ্জীবনে আসন্ন বাজেটে প্রণোদনার সম্ভাবনা

ডুয়া নিউজ: বাংলাদেশের শেয়ারবাজার বর্তমানে স্মরণকালের গভীরতম মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আস্থাহীনতা এবং মূলধন ক্ষয় ঘটিয়েছে। গত তিন বছরে এই বাজার ভয়াবহ দরপতন এবং গভীর মন্দা প্রত্যক্ষ করেছে, যার ফলে বাজার সূচকে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। এই দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি করেছে এবং বাজারকে ‘আস্থাহীনতার ঘূর্ণিপাকে অচল’ করে তুলেছে।

এমন পরিস্থিতিতে শেয়ারবাজারকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সুনির্দিষ্ট কর ছাড় এবং প্রণোদনা নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে বাড়তে পারে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা। বর্তমানে বাৎসরিক সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত; আগামী বাজেটে এই সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে।

সোমবার (২০ মে) বিকেলে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বাজেট সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাজেটের সম্ভাব্য শুল্ক-করের কাঠামো ও বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, শেয়ারবাজারে নতুন নতুন কোম্পানিকে তালিকাভুক্ত করতে প্রক্রিয়া সহজ করার পাশাপাশি মুলধন কর ছাড়, বিও হিসাব ফি মওকুপ এবং লেনদেনের ওপর কর হ্রাস করার বিষয়ে চিন্তা-ভাবনা করছে এনবিআর। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, নতুন মূলধন আকর্ষণ এবং বাজারের তারল্য বাড়ানোর বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিনিয়োগবান্ধব ও করবান্ধব বাজেট ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে বাজারকে বের করে আনা কঠিন হবে। তাই বাজারের জন্য বাস্তবমুখী ও সময়োপযোগী প্রণোদনা নিশ্চিত করা হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে পারে এবং শেয়ারবাজার ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যেতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে