ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতীয় শিল্পীকে ঢুকতে দেয়নি যুক্তরাষ্ট্র

২০২৫ মে ২০ ২৩:০১:৪৬
ভারতীয় শিল্পীকে ঢুকতে দেয়নি যুক্তরাষ্ট্র

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বাধার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান বাউলশিল্পী পার্বতী বাউল, যার ফলে বাতিল হয়ে গেছে তার সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য কনসার্ট। রোববার (১৮ মে) এই অনুষ্ঠানের আয়োজন ছিল, কিন্তু অংশ নিতে গিয়ে সীমান্তে হেনস্তার শিকার হন তিনি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পার্বতী বাউল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কনসার্ট বাতিলের খবর জানান এবং দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাকে আগামী পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

তিনি জানান, "প্রতিবছরই বাউলের প্রচার ও প্রসারের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যান। কখনোই কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। ভীষণই ভালো অভিজ্ঞতা হয়েছিল তার।"

ভারতীয় সংবাদমাধ্যমকে শিল্পী বলেন, "এত বছরে প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। কোনো দিন বর্ডারে সমস্যায় পরিনি। একেবারে অন্য রকম পরিবেশ ছিল। সবাই নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে। আমরা যাই-ই উত্তর দিচ্ছি নিজেদের মতো করে বিষয়টির অর্থ বের করছেন তারা।"

পার্বতী আরও বলেন, "এরপর দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১৪ ঘণ্টা আটকে রাখা হয়েছিল আমাদের। প্রায় সাত থেকে আট ঘণ্টা কোনো পানি বা খাবার পর্যন্ত দেওয়া হয়নি।"

জনপ্রিয় এই শিল্পীর অভিযোগ, 'তাদের অনেক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপর কিছু শর্তে রাজি করানোর চেষ্টাও করা হয়।'

শিল্পীদের পক্ষে দ্বিমত পোষণ করলে, টিম-সহ পার্বতীদের আগামী পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রে ব্যান করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন।

তিনি আরও বলেন, "আমরা আইনজীবী এবং ওখানে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি বিষয়টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যবস্থা যদি কিছু করা যায়।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে