ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

স্ত্রীসহ পাসপোর্টের পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

২০২৫ মে ২০ ১৭:৩৮:২৩
স্ত্রীসহ পাসপোর্টের পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

ডুয়া ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুল ইসলাম ও তার স্ত্রী মিসেস শায়লা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মঙ্গলবার (২০ মে) মামলার বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে মো. সাইদুল ইসলাম সিলেট পাসপোর্ট অফিসে পরিচালক পদে কর্মরত। এর আগে তিনি ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, সাইদুল ইসলামের নামে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকা এবং তার স্ত্রী শায়লা আক্তারের নামে ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ পাওয়া গেছে। মোট ২ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ১৩৬ টাকার অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে।

দুদক অভিযোগ করেছে, এই দম্পতি পরস্পর যোগসাজশে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং সেই অর্থ ভোগ, দখল, হস্তান্তর ও রূপান্তর করেছেন। এজন্য তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে