ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশে স্টারলিংক চালু, প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৫ মে ২০ ১৬:৫৪:৫৩
বাংলাদেশে স্টারলিংক চালু, প্রধান উপদেষ্টার অভিনন্দন

ডুয়া ডেস্ক: বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (২০ মে) এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজ সকালে এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।”

স্টারলিংক বাংলাদেশে তাদের সেবা চালু করেছে দুটি প্যাকেজের মাধ্যমে—‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’। মাসিক চাঁজ যথাক্রমে ৬,০০০ টাকা ও ৪,২০০ টাকা। তবে সংযোগের জন্য এককালীন ৪৭,০০০ টাকা সেটআপ খরচ নির্ধারণ করা হয়েছে।

এই সেবায় কোনো নির্দিষ্ট ডেটা বা স্পিড লিমিট নেই। ব্যক্তি পর্যায়ে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আজ থেকেই বাংলাদেশের গ্রাহকরা অর্ডার করতে পারবেন। এভাবেই ৯০ দিনের মধ্যে সেবা চালুর প্রতিশ্রুতি বাস্তবায়ন করল স্টারলিংক।

স্টারলিংক ইন্টারনেট সেবার খরচ তুলনামূলক বেশি হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান ও উচ্চগতির সংযোগের একটি টেকসই বিকল্প হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। বিশেষ করে দেশের প্রত্যন্ত ও অনুন্নত এলাকাগুলো, যেখানে এখনও ফাইবার অপটিক বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছেনি, সেখানে এই সেবা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

এতে করে এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা সারা বছর নিরবিচ্ছিন্নভাবে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। একই সঙ্গে বিভিন্ন কোম্পানি এসব এলাকায় তাদের ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ খুঁজে পাবে।সূত্র: বাসস

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে