ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

যমুনা যাত্রায় বাধা পেয়ে কাকরাইলে আরেকদল আন্দোলনকারী

২০২৫ মে ২০ ১৭:১৫:৩৪
যমুনা যাত্রায় বাধা পেয়ে কাকরাইলে আরেকদল আন্দোলনকারী

ডুয়া ডেস্ক: এবার বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেছেন। তবে যাত্রাপথে পুলিশের বাধার মুখে পড়ে তারা কাকরাইল মোড়ে গিয়ে অবস্থান নেন।

আজ মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা কাকরাইল মোড়ে উপস্থিত হন।

জানা যায়, বকেয়া বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টন থেকে যমুনার দিকে অগ্রসর হন গার্মেন্টস শ্রমিকরা। তবে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে সেখানে বসে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা জানান, প্রায় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের সব পাওনা ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী পরিশোধের দাবিতে তারা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে চান। এ দাবিতে তারা “স্মারকলিপি প্রদান কর্মসূচি” লেখা ব্যানার হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে