ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ফিল্ড মার্শাল হলেন জেনারেল আসিম মুনির

২০২৫ মে ২০ ২০:১১:২৫
ফিল্ড মার্শাল হলেন জেনারেল আসিম মুনির

ডুয়া ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দেশের সর্বোচ্চ সামরিক পদ ফিল্ড মার্শালে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতকালে ‘অপারেশন বুনিয়ান-ই-মারসুস’ এবং ভারতের বিরুদ্ধে পরিচালিত ‘মারকা-ই-হক’ সামরিক অভিযানে নেতৃত্বদানের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি দেওয়া হয়।

গত মাসে পহেলগামে হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। ৬ ও ৭ মে রাতে ভারতীয় বাহিনী নয়াদিল্লি, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, যাতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। এর জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে পাল্টা প্রতিক্রিয়া জানায়।

পরবর্তীতে, সীমান্ত এলাকায় ড্রোন হামলা এবং বিমানঘাঁটিতে আক্রমণের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি সামাল দিতে ১০ মে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এই সংঘাতকালে দক্ষ নেতৃত্বের জন্যই জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে