ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন ভিসি পেল ৩ বিশ্ববিদ্যালয়

২০২৫ মে ২০ ১৮:১০:৩৯
নতুন ভিসি পেল ৩ বিশ্ববিদ্যালয়

ডুয়া ডেস্ক: সরকার বেসরকারি তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে। ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আশা ইউনিভার্সিটিতে নতুন ভিসি নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, তিনি ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের ভিসি হয়েছেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব.)। আর মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রার এগ্রিকালচার ফ্যাকাল্টির সাবেক অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম হয়েছেন আশা ইউনিভার্সিটির নতুন ভিসি।

তিনটি শর্তে তাদের ভিসি পদে নিয়োগ দিয়েছে সরকার। শর্তগুলো হলো—১) ভিসিদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত, তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন; ২) তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা এবং অন্যান্য পদসংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন; এবং ৩) তাদের দায়িত্ব পালন করতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী।

জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে