ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শাহবাগ ছেড়েছে ছাত্রদল

২০২৫ মে ২০ ১৯:৪৩:২৫
শাহবাগ ছেড়েছে ছাত্রদল

ডুয়া ডেস্ক: শাহবাগ মোড় প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর অবস্থান ছেড়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা, ফলে আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টা থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে বিকাল ৫টার দিকে তারা অবরোধ কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেন।

সাম্য হত্যার বিচার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ, নিরাপদ ক্যাম্পাস-সহ বেশ কয়েকটি দাবিতে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে শাহবাগ ও সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং বৃষ্টির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।

অবরোধে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে