ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ইশরাককে নিয়ে হাইকোর্টের রায় বুধবার

২০২৫ মে ২০ ১৮:৫০:০৫
ইশরাককে নিয়ে হাইকোর্টের রায় বুধবার

ডুয়া ডেস্ক: হাইকোর্ট বুধবার (২১ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিতের জন্য রিট আবেদনের ওপর আদেশ দেবেন।

মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ দিন ধার্য করা হয়। শুনানি দুপুর ১টা থেকে শুরু হয়ে বিকেল সোয়া ৫টা পর্যন্ত চলে।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।

আইনজীবী মোহাম্মদ হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ভুল তুলে ধরে রুল জারির আবেদন করেন। তবে আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করার অধিকার শুধুমাত্র মামলার বিবাদী পক্ষের, যেমন ফজলে নূর তাপসের আছে। অন্য কেউ রিট করে আসতে পারবেন না, তাই রিটটি খারিজযোগ্য।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। কিন্তু নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি নেতা ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ ফল বাতিলের মামলা করেন।

গত বছর আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।

২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

এদিকে গেজেট প্রকাশের দিনই রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি ওই রায় ও গেজেটের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়ে গেজেট প্রকাশ ও ইশরাকের শপথ নেওয়া থেকে বিরত থাকার দাবি করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে