ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রমিকদের প্রতিনিধিদলের সাক্ষাৎ

২০২৫ মে ২০ ১৮:৩৭:২১
প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রমিকদের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডুয়া ডেস্ক: বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের আট সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় অবস্থান করা শ্রমিকদের মধ্য থেকে নির্বাচিত আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে প্রবেশ করেন।

প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন, এনসিপি শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী শাহ আলম, গার্মেন্ট শ্রমিক সংহতির সভানেত্রী তাসলিমা আখতার, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, শ্রমিক শাহিন-সহ মোট আট জন।

তারা দীর্ঘদিনের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের চূড়ান্ত সমাধানের লক্ষ্যে যমুনায় গেছেন। দাবির বাস্তবায়ন না হলে আন্দোলনে অনড় থাকার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে, দুপুর আড়াইটার দিকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শ্রম ভবনের সামনে থেকে কয়েক শতাধিক শ্রমিক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে যাত্রা করেন। তবে প্রধান বিচারপতির বাসভবনের সামনে পুলিশের ব্যারিকেডে আটকে গেলে তারা কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বৃষ্টির মধ্যেও শ্রমিকরা আন্দোলন চালিয়ে যান এবং বৃষ্টির অবসরের পর আরও জোরালোভাবে বিক্ষোভে অংশগ্রহণ করেন, স্লোগান দেন, "বেতন চাই, বোনাস চাই— চূড়ান্ত হিসাব আজই চাই", "আমরা চাই না দয়া, চাই ন্যায্য পাওনা", "১৪ মাসের ঘাম কোথায়?"

শ্রমিকদের দাবি, টিএনজেড গ্রুপের ১,৫৮ জন শ্রমিকের প্রায় ২০ কোটি ৮৬ লাখ টাকা বকেয়া রয়েছে। গত রমজানে প্রতিশ্রুতি অনুযায়ী তিন কোটি টাকার বদলে মাত্র ২ কোটি ৬৭ লাখ টাকা দেওয়া হয়েছে, যা শ্রমিকরা প্রতারণা হিসেবে দেখছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে