ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সাকিবের সাথে খেলতে পিএসএলে যাচ্ছেন মিরাজ

২০২৫ মে ২০ ১৯:২৯:৪১
সাকিবের সাথে খেলতে পিএসএলে যাচ্ছেন মিরাজ

ডুয়া ডেস্ক: দু’দিন আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে প্রথমবারের মতো খেলার প্রস্তাব পান বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের বাইরে থাকায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি থাকায় দ্রুতই সবুজ সংকেত দেন তিনি। চলতি পিএসএলের শেষ পর্বে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে যাচ্ছেন মিরাজ। সেই লক্ষ্যে আজ (মঙ্গলবার) রাতেই পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ছেন তিনি।

পিএসএলের প্লে-অফ পর্বে অংশ নিতে মিরাজ ২২ থেকে ২৫ মে পর্যন্ত বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে মিরাজ বলেন, ‘অবশ্যই ভালো লাগছে, সাকিব ভাইয়ের সঙ্গে (সর্বশেষ) খেলেছিলাম ভারতে। তারপর আর খেলা হয়নি, দেখাও হয়নি। একই দলে খেলব, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে পিএসএলের মতো এমন একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি।’

লাহোর কালান্দার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মিরাজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে লিখেছে, “মেহেদী হাসান মিরাজ এখন একজন ‘কালান্দার’! বাংলাদেশি এই তারকা অলরাউন্ডার আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। তিনি দলে এসেছেন সিকান্দার রাজার পরিবর্তে। মেহেদী, তোমাকে পেয়ে আমরা দারুণ খুশি!”

এর আগে, গত শনিবার লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হয় সাকিব আল হাসানের। যদিও তার অভিষেকটা ছিল হতাশাজনক—প্রথম বলেই আউট হন গোল্ডেন ডাকে এবং ২ ওভারে দেন ১৮ রান, উইকেট শূন্য থাকেন। তবে তার দল লাহোর ম্যাচটি জিতে নেয় এবং পিএসএলের প্লে-অফে জায়গা করে নেয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে